Logo
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:১০ অপরাহ্ন

লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানঃ চোলাইমদ,গাঁজা,দেশীয় অস্ত্রসহ আটক ২

রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনা বাহিনীর অভিযানে চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় তৈরী চোলাইমদ,গাঁজা,দেশীয় অস্ত্রসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসানের নেতৃত্বে উপজেলার কলাউজান তিন নাম্বার ওয়ার্ডে রাবার ড্যাম হিন্দু পাড়া এলাকা এবং আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাছির পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে ১২০লিটার চোলাইমদ, ৩কেজি ৪০০ গ্রাম এবং বড় ছোট মিলে ৭টি চাকু-চাপাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হল উপজেলার কলাউজান তিন নাম্বার ওয়ার্ডে রাবার ড্যাম হিন্দু পাড়ার বিমুল দাশের পুত্র টিস্যু দাশ(৪৮) এবং আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাছির পাড়া এলাকার নুরুল কবিরের পুত্র দুলা মিয়া(৫০)।

আটককৃতরা সবাই ওই এলাকার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শরীফ মুহাম্মদ ইকরামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে চোলাইমদ,গাঁজা,দেশীয় অস্ত্রসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ