লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাবহিনীর অভিযানে সাবেক ইউপি সদস্য আবুল কাশেম (৫০) প্রকাশ বাইট্টা কাশেমকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। এসময় তার কাছ থেকে ৫শত ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর রাতে লোহাগাড়া উপজেলা সদরের দরবেশ হাট রোড এলাকায় রাহা-জিহা সুপারশপে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক আবুল কাশেম প্রকাশ বাইট্টা কাশেম লোহাগাড়া সদরের জোনাবীর পাড়া গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে ও লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মেজর আহসানুল করিম রাঈম এর নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম এ অভিযান পরিচালনা করেন।
মেজর আহসানুল করিম রাঈম চট্টগ্রাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবেশ হাট রোড এলাকায় রাহা-জিহা সুপারশপে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে প্রথমে ৮৩ পিস ইযাবাসহ আটক করা হয়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে মাদক ব্যবসায়ী আবুল কাশেমের স্বীকারোক্তিতে তার দোকানে
তল্লাশি চালিয়ে সর্বমোট ৫শত ৪৯ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুর রহমান চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে জানান, সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে উদ্ধারকৃত ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়। এরপর তার বিরুদ্ধে মামলা রুজু করে আজ মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়।