লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজি-মোটর সাইকেল মুখামুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত এবং অপরজন আহত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া সিকদার দিঘীর পাড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম মোঃ জিহান (১৮)। সে উপজেলা সদরে দরবেশ হাট সওদাগর পাড়ার আনু সওদাগরের পুত্র। আহতের নাম মোঃ রাজিম (২২)। তিনি উপজেলার আমিরাবাদ সুন্নিয়া পাড়ার মোঃ নুরু সওদাগরের পুত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চট্টগ্রাম অভিমুখী মোটর সাইকেল যোগে জিহান তার বন্ধু রাজিমকে সাথে নিয়ে ঘুরতে বের হয়েছিল।হঠাৎ চিববাড়ি সড়ক থেকে দ্রুতগামি একটি সিএনজি মহাসড়কে উঠলে সিএনজির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহান ঘটনাস্থলে প্রান হারায়।
নিহতের বাবা আনু সওদাগর জানান,আমার ছেলে তার বন্ধু কে নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরছিল। তার দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে আমার ছেলের মৃতদেহ দেখতে পায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জামশেদ জানান, সড়ক দুর্ঘটনায় জিহান ও তার বন্ধুকে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী জিহান মারা যান। অপরজন আহত রাজিমকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।