রায়হান সিকদার,লোহাগাড়াঃ দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেবামুলক প্রতিষ্ঠান নান্দনিক ও দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে উঠেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের পার্শ্বে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল। এ নতুন হাসপাতালের কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী শুক্রবার থেকে এ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন বলে জানা গেছে।
হাসপাতালের কার্যক্রম শুরু করার লক্ষ্যে লোহাগাড়ায় সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনে Staff Capacity Building Training অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর সকালে হাসপাতালের নতুন ভবনে হল রুমে ট্রেনিং এ সকল স্টাফ ও নার্সদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের পরিচালক শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইকবাল হোসাইন।
প্রশিক্ষণ কর্মশালায় ডাঃ মোঃ ইকবাল হোসাইন বলেছেন,১৯৯৮ সালে ১১জন সফল উদ্যমী পরিচালক নিয়ে হাসপাতালের যাত্রা শুরু করা হয়েছিল। এরপর থেকে হাসপাতালের কার্যক্রম আরও এগিয়ে যেতে থাকে। যার ফলশ্রুতিতে হাসপাতালের নতুন ভবন প্রতিষ্ঠিত আজকের ফসল। রোগীদের কে কোয়ালিটি সার্ভিস সেবা দিতে হবে।
ডাঃ মোঃ ইকবাল হোসাইন আরও বলেন, হাসপাতালে রোগী যারা আসবে তাদের কে সঠিক ভাবে সেবা দিতে হবে। শতভাগ সেবা নিশ্চিত করতে চাই। রোগীদের কে সম্মানের সাথে কথা বলতে হবে, সুন্দর আচরণ করতে হবে। সবার লক্ষ্যে উদ্দেশে কোয়ালিটি সার্ভিস দিতে হবে। আমরা একজন আরেকজনের পাশে থাকবো। প্রত্যেকে সম্মানজনক হিসেবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কোন বিবেদ থাকবেনা আমাদের টিমের একটাই নাম টিম সাউন্ড হেলথ। এ হাসপাতালের প্রান স্টাফরা। হাসিমুখে রোগীদের সাথে আচরণ করতে হবে।এ হাসপাতাল আমাদের।আমি আর আমরা মিলে এ হাসপাতালের সেবার মান এগিয়ে যাবে।হাসপাতাল কে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগীতা আশা করছি।
অনুষ্ঠানে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের এডমিন মৌলানা মাহমুদুর রহমান,ট্রেইনার আবু জাহের,হাসপাতালের ম্যানেজার মোঃ শাহাব উদ্দিন,এসিস্ট্যান্ট ম্যানেজার আবু হেলাল, এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মারুফ হাসান রিজভী,এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ সেলিম, হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট মোঃ নাছির উদ্দিন,সুপার-ভাইজার মোঃ জহির উদ্দিনসহ হাসপাতালের সকল স্টাফ,নার্সরা উপস্থিত ছিলেন।