Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

লোহাগাড়ায় সাউন্ড হেলথ হাসপাতালের আয়োজনে মহান বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের আয়োজনে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে

বিজয় দিবসে দিনে দুপুর ২টার দিকে হাসপাতাল প্রাঙণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য,প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেছেন, “বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা স্মরণ করিয়ে দেয়। সাউন্ড হেলথ হাসপাতালের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, কারণ এটি শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং মানুষের জীবনে পরিবর্তন আনার একটি অনন্য প্রচেষ্টা।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবার মাধ্যমে আমরা যদি মানুষের জীবনকে আরও সহজ ও সুন্দর করতে পারি, তবে সেটাই হবে আমাদের প্রকৃত বিজয়।”

আলোচনা সভার পাশাপাশি দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবায় শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা পেয়েছেন।

হাসপাতালের এসিসট্যান্ড ম্যানেজার ডিএম মারুফ হাসান রিজভীর সঞ্চালনায় সভায় হাসপাতালের ডাইরেক্টর(এডমিন) মৌলানা মাহমুদুর রহমান,হাসপাতালের ডাইরেক্টর মোঃ ইকবাল হোসেন,পরিচালক নাজিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ রিপন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিস্ট্রার ডাঃ মুহাম্মদ শহীদুল ইসলাম, হাসপাতালের মেডিকেল ফিজিশিয়ান ডাঃ মো; নকিবুল আবচার চৌধু্রী শাওন, ডাঃ তাহমিনা আকতার তুরিন,হাসপাতালের ম্যানেজার মোঃ শাহাব উদ্দিন, এসিসট্যান্ড ম্যানেজার মোঃ সেলিম, ল্যাব ইনচার্জ মোঃ নাছির উদ্দিন,ল্যাব টেকনলোজিস্ট মনির, সুপার ভাইজার মোঃ জহির উদ্দিন, মার্কেটিং অফিসার আবদুল্লাহ মোঃ সাইমুন,মোরশেদুল আলমসহ হাসপাতালের স্টাফ ও নার্সরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাউন্ড হেলথ হাসপাতালের পরিচালক প্রশাসন ডাঃ মৌলানা মাহমুদুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ আমাদের সমাজকে আরও সুস্থ ও মানবিক করে তুলতে সাহায্য করবে। ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ