রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ই সেপ্টেম্বর ) সকাল ১১.৩০ টার সময় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।সভায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাসানের নেয়া কেমন লোহাগাড়া দেখতে চাই শীর্ষক আলোচনাসহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের বিষয়ে আলোকপাত করা হয়। তিনি বলেন,মাটি খেকো,পাহাড় বন্ধে কাজ করে যাচ্ছি। বিগত দিনে যারা মাটি,পাহাড় কেটেছে,বালু উত্তোলন করেছে তাদের বিরুদ্ধে মামলাও দিয়েছি। অনেক জনপ্রতিনিধি দুর্নীতি করেছে বলে তারা এখন এলাকাছাড়া হয়ে গেছে। আমরা একটি সুন্দর, দুর্নীতিমুক্ত লোহাগাড়া উপজেলা গড়ার জন্য কাজ করতে সকলের সহযোগীতা কামনা করছি।
লোহাগাড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এই থানাকে নতুন করে গুছিয়ে নিতে সকলের সহযোগিতা দরকার, আর থানায় কোন দালাল আমি দেখতে চাইনা, সরাসরি আমার কাছে এসে অভিযোগ করবেন, থানায় আর্থিক লেনদেন কোনভাবেই করা যাবেনা, পুলিশ কাজ করবে তার পেশাদারিত্বের সাথে।আমি যতদিন আছি সচ্ছতা ও নিরপেক্ষতার সাথে কাজ করে যেতে চাই।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাসান , থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল জাব্বার ফিরোজ,দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রায়হান সিকদার,দৈনিক সাংগু প্রতিনিধি জাহেদুল ইসলাম, দৈনিক প্রথম আলোর লোহাগাড়া প্রতিনিধি কায়ছার হামিদ তুষার,আনন্দ টিভি প্রতিনিধি মো: ওয়াহাব। তাদের বক্তব্যে,উপজেলার যানযট নিরসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বাজার মনিটরিং, বিভিন্ন এলাকায় চুরি -ডাকাতি, নিরপরাধ মানুষকে মামলা দিয়ে হয়রানি, সাংবাদিকদের নিরাপত্তা, পরিবেশ ধ্বংসকারীদের আইনের আওতায় আনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে এসবের ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।