রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে বন্যহাতি। শুক্রবার বেলা ১২টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি এলাকায় হাতির দলটি দেখতে পান স্থানীয়রা।
জানা যায়, বাচ্চাসহ ৫/৬টি বন্য হাতির দল উল্লেখিত সময়ে অবস্থান নেয়। বনাঞ্চল থেকে এ হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে খাদ্যের সন্ধানে।তবে কৃষকসহ সাধারণ মানুষের কোন প্রকার ক্ষতিসাধণ করেনি।বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সেখানে অবস্থান নেয় হাতির দলটি।
এদিকে, লোকালয়ে বন্যহাতির দল ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশেদ, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, ডলুবিট কর্মকর্তা আশরাফুল ইসলামসহ বনবিভাগের সদস্যরা।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশেদ জানান, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি এলাকায় বাচ্চাসহ ৫টি বন্যহাতি বেলা ১২ থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান করে। প্রতি বছর এ হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে খাদ্যের সন্ধানে। সকল বনকর্মীরা এবং স্হানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বন্যহাতিগুলোকে যাতে কেউ বিরক্ত করতে না পারে এবং নিরাপদে আবাসস্থলে ফিরে যাতে পারে তার সার্বিক ব্যাবস্হাপনা ও দিক নির্দেশনা প্রদান করি। রাত ১০টার দিকে নিরাপদে টংকাবতী সংরক্ষিত বনে আবাসস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থ্য গ্রহণ করি
বনাঞ্চলে খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে বন্যহাতি লোকালয়ে হানা দিচ্ছে।বিট কর্মকর্তা ডলুবিট টংকবতি বিট ও তাদের স্ব স্ব বিটের স্টাফগুলো হাতিগুলোর ফিরে যাওয়ার পথে যেনো কোনো জনমানব বাধাগ্রস্ত হতে না পারে সেদিকে নিরাপত্তা জোরদার করা হয়।