লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়নে কে বা কাহারা রাতের আধাঁরে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে।
বৃহস্পতিবার ( ৭ আগস্ট) রাতে উপজেলার ইউনিয়নের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি মাহমুদুল হক সিকদার জানান, গত ৭ আগস্ট রাতে পূর্বশত্রুতার জের ধরে রাতের আধাঁরে শতাধিক গাছ কেটে ফেলেছে। সেখানে বিভিন্ন প্রজাতির গাছ ছিল।বাড়িতে তখন কেউ ছিলনা। এই ঘটনায় অপরাধীদের বিচার দাবী করছি।