লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক মামলার আসামি আবদুল আজিজ (৪৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর ) রাতে লোহাগাড়া সদর ইউনিয়নের খাঁন মোহাম্মদ সিকদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদারপাড়ার মৃত আবদুর রহমানের ছেলে এবং ইউনিয়নের মৎস্যজীবী লীগের সভাপতি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) আরিফুর রহমান চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে জনান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ধরতে অভিযানে গেলে আসামী আজিজ গ্রেফতার এড়াতে পুকুরে ঝাঁপ দেয়।পরে পুকুরে ঝাঁপ দেয়। তাকে পুকুর থেকে তুলে গ্রেফতার করে থানা নিয়ে আসে । তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।