দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়ায় আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে,নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোঃ আবু তাহের।
গত ২১ আগস্ট গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ১৯৯৭ সালে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন।২০২১সালে তিনি সহকারি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি কলেজে সুনাম ও সততার সাথে শিক্ষকতা করেছিলেন।
নিয়োগের সত্যতা নিশ্চিত করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অধ্যাপক) মোঃ আবু তাহের বলেন, গতকালকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছি।এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং দুর্নীতিমুক্ত করতে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।উল্লেখ্য,গেল ১৯ আগস্ট বিকেলে কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হকের ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার পরিবেশ বিনষ্টের কারণে অবিলম্বে পদত্যাগের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছিল শিক্ষক-কর্মচারীরা। ২৪ ঘন্টা পার হতে না হতেই কলেজ অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি নেন তিনি।