রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্কুল রোড এবং মাস্টার হাট চিতা মার্কেট এলাকায় দুটি মুদির দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকানে মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংসসহ বিভিন্ন মুদিমাল এবং নিষিদ্ধ কিছু সামগ্রী বিক্রির জন্য রাখার অপরাধে দুটি মুদির দোকানীকে মোট ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
২ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই সাইদুল আলম, উপজেলা পরিষদ কার্যালয়ের সিএ ইলিয়াছ রুবেল সহ থানা পুলিশের সদস্যরা ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান,উপজেলার আমিরাবাদ স্কুল রোড এবং মাস্টার হাট চিতা মার্কেট এলাকায় মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংসসহ বিভিন্ন মুদিমাল এবং নিষিদ্ধ কিছু সামগ্রী বিক্রির জন্য রাখার অপরাধে ইলিয়াস স্টোরের মালিক ইসমাইল হোসেন (৪০) কে ১৫হাজার টাকা অর্থদণ্ড এবং অপরজন ইলিয়াস স্টোরের মালিক ইলিয়াস (৪০)কে ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।