Logo
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা  

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ 
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে উপায় খোঁজে না পেয়ে অবশেষ ছেলেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশে দিয়েছেন বৃদ্ধ পিতা-মাতা।
আটকের বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান নিশ্চিত করেছেন।
রোববার (২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজি পাড়া গ্রামে ঘটে। মাদকাসক্ত ছেলে মো. মিনহাজ (২৫) ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
এ ঘটনায় পিতা আমির হোসেন (৫৪) বাদী হয়ে লোহাগাড়া থানায় মাদক মামলা দায়ের করেন।
তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হাজির পাড়া গ্রামের মৃত খুলু মিয়ার ছেলে।
জানা যায়, মাদকাসক্ত ছেলের ইয়াবা ব্যাবসা এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবার পিতা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক মামলা দায়ের করেন। এ ঘটনায় বৃদ্ধ পিতার অভিযোগের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ছেলে মো. মিনহাজকে গ্রেফতার করেন।
ভুক্তভোগী আমির হোসেন বলেন, আমার ছেলে মিনহাজ দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ে। পাশাপাশি খুচরাভাবে ইয়াবা বিক্রি করে। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। ইয়াবা সেবন ও বিক্রি করতে প্রতিদিন বাধা দিলে আমিসহ পরিবারের সবাইকে মারধর করে ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। আজ ২ মার্চ রাতে ইয়াবা সেবন ও বিক্রয়ে বাধা দিলে আমাকে ও তার মাকে মারধর করে। পরে আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাদের উদ্ধার করে মিনহাজকে ঘরে আটকে রাখেন। পরে থানা পুলিশকে অবহিত করলে পুলিশের একটি টিম আসলে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিনহাজকে তুলে দেওয়া হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, পিতার অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ১৫ পিস ইয়াবাসহ মিনহাজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ৩মার্চ সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ