লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়ার আমিরাবাদে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. জোবাইর (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন মো. মাসুদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) মধ্য রাতে তজুমুন্সীর গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোবাইর সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড গারাঙ্গিয়া বড়ঠাকুর পাড়ার আবদুল কাইউম এর ছেলে।এ দুর্ঘটনায় আহত মাসুদ একই এলাকার ফরিদুল আলমের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ ইরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আরেকজন গুরুতর আহত হয়। তাকে উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেওসি জানান।
সিএসপি/বিআরসি