রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী-ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার মনিটরিং ও অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় চার দোকানীকে মোট ১৮হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
৩মার্চ (সোমবার) দুপুরে উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযানকালে উপজেলা ভূমি অফিসের স্টাফ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পুটিবিলা এমচরহাট বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় চার দোকানীকে মোট ১৮হাজার টাকা জরিমানা করা হয়।এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।