লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চট্টগ্রামের লোহাগাড়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন।
২৯ ডিসেম্বর(রোববার) দুপুরে উপজেলার সদরে লোহাগাড়া ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমএ) ডা: ইশতিয়াকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, লোহাগাড়ায় কোন ধরণের লাইসেন্স ছাড়া হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবেনা। লোহাগাড়া ডায়বেটিক হসপিটালে ইমারজেন্সিতে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। যে পরিমাণ যন্ত্রপাতি থাকার কথা সে অনুযায়ী নেই। অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ দু প্রকারের ওষধ পাওয়া গেছে। এ ব্যাপারে কঠোরভাবে দিক নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও জানান,অপারেশন থিয়েটারে পরিষ্কার পরিচ্ছন্নতা সন্তোষজনক নয়,হসপিটাল কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়। হসপিটালে পরিস্কার-পরিচ্ছনতার জন্যও নির্দেশনা প্রদান করা হয়।