লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে ফাতেমা বেগম নামে (৭৩) এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বশির মো. সিকদারপাড়ার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাতেমা বেগম ওই এলাকার মৃত সোনা মিয়ার স্ত্রী। তিনি ৮ সন্তানের জননী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হারুনর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফাতেমা বেগম নামে ওই বৃদ্ধা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর যেকোন সময় তার শয়নকক্ষের ভেতরে লোহার এঙ্গেলের সঙ্গে শাড়ি প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয়।
সকালে পরিবারের লোকজন খোঁজখবর নিতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। এরআগেও ওই বৃদ্ধা মানসিক বিকারগ্রস্তের কারণে একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল লিপিবদ্ধ শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএসপি/বিআরসি