Logo
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

লোহাগাড়ায় বিশ্ব বন্যাপ্রাণী দিবসে র‌্যালি,কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

“বন্যপ্রানী সংরক্ষণে অর্থায়ন মানুষ ও ধরিত্রীর উন্নয়ন”এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ্ব বন্যাপ্রাণী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ৩ মার্চ(সোমবার) সকালে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে বন অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সহযোগিতায় লোহাগাড়ায় এক র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পাবলিক হল রুমে আয়োজিত এসো চিনি বন্যপ্রানী প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের সঞ্চালনায় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কাজি শফিউল ইসলাম, চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা নূর জাহান,দিপান্বীতা ভট্টাচার্য, চট্টগ্রাম দক্ষিণের রেঞ্জ কর্মকর্তা আবিদ হাসান,মনজুর আলমসহ,বিট কর্মকর্তারা, বনকর্মীরা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, যদি প্রকৃতি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর ভারসাম্য নষ্ট হয়ে যায় তাহলে আমরা হারাবো আমাদের অমূল্য প্রাকৃতিক সম্পদ, হ্রাস পাবে ভূমির উর্বরতা, কৃষিতে উৎপাদন কমে যাবে মারাত্মক ভাবে। আর আমরা হারাবো আমাদের বাসযোগ্য সুন্দর এই পৃথিবীকে। দেশ ও জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে তাদের আবাসস্থল, চারণক্ষেত্র সংরক্ষণে, প্রাকৃতিক সম্পদ বন সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।বন্যপ্রাণী রক্ষা করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যপ্রাণী ব্যতীত বনজ সম্পদ রক্ষা প্রায় অসম্ভব বলে মনে করেন বক্তারা।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝ পুরস্কার প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ