রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুর রহমান।
১০ অক্টোবর( বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন। দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন। এছাড়াও পূজা মণ্ডপের পরিদর্শন বহীতে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ রিটন দাশ,সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথসহ পূজা কমিটির উপদেষ্ঠাগণ ও কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুর রহমান বলেন,উপজেলার শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এছাড়া কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এবারে উপজেলার ১১১ টির মধ্যে ৭২টি প্রতিমা পূজা,৩৯টি ঘট পূজা।আগামী ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এই উৎসব।