রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসবমূখর পরিবেশে এক বর্ণাট্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বটতলী স্টেশনে সিটিজেন পার্কের সামনে হয়ে মহাসড়ক যোগে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালি নিয়ে উপজেলা শহীদ মিনারে বীর শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়।
লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেন, মহান এ বিজয় একটি দিনের অর্জন হয়নি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এদেশের আপামর জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণপন লড়াই এর মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। তাই ১৯৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় পেয়েছি। বিগত ৫আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারি সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি। দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি।দীর্ঘ ১৬বছর ধরে বিএনপির নেতাকর্মীদের কে অনেক নির্যাতন, নিপীড়ন চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। ষড়ষন্ত্র এখনো থেমে নেই। সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এহেছানুল হক, অ্যাডভোকেট শফিকুল আলম লিটন,মোঃ আবুল হাশেম,উপজেলা যুবদলের আহবায়ক শব্বির আহমদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।