Logo
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে প্রান গেল এক নারীর!

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে সোনা জান (৬৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার(১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা মনদুলার চর ইউনুছের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ওই এলাকার কৃষক আবু মিয়ার স্ত্রী এবং তিনি এক পুত্র সন্তানের জনক বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম প্রকাশ জানু মেম্বার বিষয়টি নিশ্চিত করে  জানান,সোমবার মাগরিবের পরে তার বাড়ির পার্শ্বে এলাকা থেকে গরু আনতে যায়।আসার সময় ধানক্ষেত থেকে রাস্তায় বন্যহাতিটি সামনে পড়েন। বন্য  হাতির আক্রমণে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চুনতি ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু জানান,বন্যহাতির আক্রমণে উক্ত নারীর মৃত্যুর বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে বনবিভাগের কর্মীদের সাথে পরিদর্শন করেছি।  নিহত পরিবারের সদস্যরা যদি রিজার্ভের বাইরে বসবাস করলে আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে  সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুর রহমান জানান, এ বিষয়ে কেউ অবগত করেন নি। অবগত করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ