রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন বন্যাহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত দু` পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হল মোঃ আবুল বশর ও মোশারফ হোসেন।
৩০ নভেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনাতায়নে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দু` পরিবারকে চেক বিতরণ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
চেক হস্তান্তর কালে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান,
চুনতি বন্যপ্রাণী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন,আজিনগর বিট কর্মকর্তা আব্দুর রউফ মিয়াসহ অন্যান্য বিট কর্মকর্তাবৃন্দরা।