লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় টিনের চাল কেটে এক রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
চোরের দল দোকানগুলো থেকে নগদ ৯লাখ টাকাসহ দুধ,সিগারেটসহ অন্যন্যা মালামাল নিয়ে যায়।
(২৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার আমিরাবাদ স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।চুরি হওয়া দোকানগুলো হলো সরওয়ার কামালের মালিকানাধীন নুর মেডিসিন হল এবং আবদু রাজ্জাকের মালিকানাধীন আমিরাবাদ ডিপার্টমেন্টাল স্টোর।
ক্ষতিগ্রস্ত দোকানদার সরওয়ার কামাল জানান, প্রতিদিনের মতো রোববার রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি যান। গভীর রাতে চোরের দল টিনের চাল কেটে আমার ফার্মেসীসহ আরেকটি মুদির দোকানে প্রবেশ করে। আমার ফার্মেসী থেকে নগদ ৯লাখ টাকা, মুদির দোকান থেকে দুধ,সিগারেট ও নগদ ৩০হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী,লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব সরওয়ার আকতারসহ সংগঠনের অন্যন্যারা।
লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী জানান, ঘটনাটি খুবই দুঃখজনক।দ্রুত অভিযুক্তদের শনাক্ত করতে সিসি ফুটেজের মাধ্যমে আইনের আওতায় আনতে থানা প্রশাসনকে অবহিত করেছি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।