লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়ার আমিবাবাদে প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের বার আউলিয়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশায় থাকা পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও অটোরিকশা উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএসপি/বিআরসি