রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সনাতনী সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডপ পরিদর্শন, সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা বিএনপির আহবায়ক নাজমু্ল মোস্তফা আমিন।
১১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পদুয়ায় বাসুদেব বাড়ি,গুপ্তবাড়িসহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি দুর্গাপূজা নিরাপদে পালন ও পূজামন্ডপের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এ দেশের পরিবর্তন চান।জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান কি চেয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সুনামের সাথে কোন অবস্থাতেই যাতে কেউ সংখ্যালুঘু না ভাবে। আমাদের সনাতনী ধর্মালম্বী ভাইয়েরা সুন্দর পরিবেশে,স্বস্তির পরিবেশে শারদীয় দুর্গাপূজা, এটি একটি জাতীয় অনুষ্ঠান। আমরা সকলে উপভোগ করব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে ম্যাসেজটুকু দিয়েছেন, আমরা আপনাদের জানিয়ে দিতে এসেছি।
নাজমুল মোস্তফা আমিন আরও বলেন, আমরা চাই সবাই মিলেমিশে এ দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব। যেখানে সাম্প্রদায়িকতার কোন কিছু থাকবেনা। জুলুম অত্যাচার থাকবেনা।সুন্দর একটি সমাজ বির্নিমাণের মাধ্যমে আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে সুমহান দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবো।পূজার সার্বিক শৃঙ্খলা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। বিএনপির নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে। সুন্দর সুশৃঙ্খলভাবে পূজা পালন করা হচ্ছে। প্রত্যেক বছর আমরা এভাবে একে অপরের সাথে থাকবো।
পরিদর্শনকালে লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা,লোহাগাড়া ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী,দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি,সাবেক ছাত্রনেতা আবু সেলিম চৌধুরী,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এহেছানুল হক, মোঃ আবুল হাসেম, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের আহবায়ক শব্বির আহমদ, পদুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ,অর্থ সম্পাদক প্রভাষক অনুপ কুমার গুপ্ত, অধ্যাপক পুস্পেন চৌধুরীসহ বিএনপি,অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।