Logo
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

লোহাগাড়ায় পাহাড়, মাটি ও টিলা কাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের অভিযান

রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পাহাড় কাটার ঘটনায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।

উপজেলার বড়হাতিয়া ৭নং ওয়ার্ডের ভাল্লুকের পাড়ায় পাহাড় কাটা, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জঙ্গলী পীর পাড়া এলাকায় পাহাড় কাটা, পুটিবিলা ইউনিয়নের সুলতান শাহ এলাকায় তিনটি স্পটে পাহাড় কাটা,পুটিবিলা ২নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় একটি স্পটে মাটি কাটা, চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় পাহাড় কাটার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়। তবে,ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

বুধবার(১৩ নভেম্বর) বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়ার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ফারিস্তা করিম এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিল মনি,চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মোস্তফিজুর রহমান,উপজেলা ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী,
পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি,বড়হাতিয়া বন বিট অফিসার আবদুল মন্নান,বাংলাদেশ সেনাবাহিনীর টিম,থানা পুলিশের টিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সদস্যবৃন্দ,বনবিভাগের কর্মীরা ছিলেন।

লোহাগাড়ার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ফারিস্তা করিম জানান,উপজেলার বড়হাতিয়া ৭নং ওয়ার্ডের ভাল্লুকের পাড়ায় পাহাড় কাটা, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জঙ্গলী পীর পাড়া এলাকায় পাহাড় কাটা, পুটিবিলা ইউনিয়নের সুলতান শাহ এলাকায় তিনটি স্পটে পাহাড় কাটা, পুটিবিলা বড়ুয়া পাড়ায় একটি স্পটে মাটি কাটা, চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় পাহাড় কাটার ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর,বনবিভাগকে সাথে নিয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়।তবে,ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।পাহাড়,মাটি কাটা সম্পূর্ণ অপরাধ, কোন ভাবেই পাহাড় কাটা যাবেনা।এ ব্যাপারে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের পক্ষ থেকে পৃথকভাবে পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ