রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হোছন নগরের পশ্চিমে পাহাড় কাটার ঘটনায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।
২৮ অক্টোবর বেলা ৩টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়ার অতিরিক্ত দায়িত্ব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল।
অভিযানকালে দক্ষিণ চট্টগ্রাম বনবিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন,চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মোস্তফিজুর রহমান, আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা সঞ্জিব চৌধুরী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, চুনতি পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ,বনবিভাগের কর্মী,গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হোছন নগরের পশ্চিমে পাহাড় কাটার ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে সমন্বিত পরিদর্শন করা হয়।পাহাড় কাটা সম্পূর্ণ অপরাধ, কোন ভাবেই পাহাড় কাটা যাবেনা।এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।