লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নাছির মোঃ পাড়া এলাকা থেকে দু`জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল বিকেলে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল উপজেলার চরম্বা ইউনিয়নের নাছির মোঃ পাড়ার আবদুল মজিদের পুত্র সরোয়ার কামাল ও তার ভাই তৌহিদুল ইসলাম।
তাদের বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক আইনে থানায় মামলা রয়েছে বলে ওসি মোঃ আরিফুর রহমান জানিয়েছেন।
ওসি জানান, গতকাল বিকেলে সরোয়ার ও তৌহিদ কে স্থানীয় জনতা থানা পুলিশের কাছে সৌপর্দ করেছে।তাদের বিরুদ্ধে এলাকায় বেশ অভিযোগ রয়েছে। তাদের দুজনের মধ্যে সরওয়ার যুবলীগের রাজনতির সাথে এবং তৌহিদ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছে। আটক সরোয়ারের বিরুদ্ধে বিস্ফোরক ও মারামারি মামলা এবং তৌহিদুলের বিরুদ্ধে মারামারি মামলা রয়েছে। তারা দুজনে এজাহার নামীয় আসামী। আজ ১৩ সেপ্টেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।