Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:

লোহাগাড়ায় নিত্যপণ্যের দাম কমাতে মাঠে প্রশাসন,৭টি প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বটতলীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেন তিনি।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় সাতটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাংসের দোকান, মুরগীর দোকান, ডিমের দোকান, সবজির দোকান এবং পাইকারি মুদি দোকান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছি। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশিদামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় সাতটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানকালে উপজেলা সেনিটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল, ছাত্র সমাজের প্রতিনিধিরা, উপজেলা পরিষদের স্টাফ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ