রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের তিনদিন পর মোহাম্মদ হাসান (৩৫) নামে এক পান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি মিরিখিল রেললাইনের পাশে একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসান একই এলাকার পান ব্যবসায়ী ইছহাক সওদাগরের ছেলে।
স্থানীয়রা জানান, হাসান চুনতি বাজারে তার বাবার সাথে পানের ব্যবসা করতেন। সে গত ১২ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার খোঁজ মিলছিল না। রোববার রাতে স্থানীয়রা উল্লিখিত এলাকায় ব্রিজের নিচ থেকে লাশের গন্ধ পান। এরপর সেখানে হাসানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তার পকেটে থাকা টাকা ছিনতাই করে হত্যা করে ব্রিজের নিচে ফেলে চলে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, লাশ উদ্ধার করে চমেকে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত জুবাইর হোসেন ও বাবু দে কে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।জিজ্ঞাসাবাদে তারা দুজন ঘটনার সাথে জড়িত থাকায় চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।