Logo
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে ১২ আসামির রিমান্ড মঞ্জুর পুলিশের ওপর হামলার মামলা ফ্যাসিস্ট সরকার বিদেশে বসে একের পর ষড়যন্ত্রে লিপ্তঃ মাওলানা মুহাম্মদ শাহজাহান চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-২ চট্টগ্রামে ৪৩ মাস পর জামিনে মুক্ত বাবুল আক্তার এডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবইঃ অ্যাটর্নি জেনারেল আইন  কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি পার্বত্য চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পিসিএনপি’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার কে দেখতে গেলেন প্রকৌশলী মোঃ ইউসুফ চকরিয়ায় বাসের ধাক্কায় লোহাগাড়ার ব্যবসায়ীর মৃত্যু

লোহাগাড়ায় নিঁখোজের ১৪দিন পর প্রবাসীর মৃতদেহ উদ্ধারঃ স্ত্রী, শাশুড়ি ও শালিকা আটক

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পহরচান্দা ছোট ধলিবিলা(হাসনা ভিটা) পাহাড়ী এলাকা থেকে এক প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী, শ্বাশুড়ি ও তার শালিকাকে আটক করা হয়।

নিহতের নাম মনচুর আলম লেদু (২৬)।তিনি একই ইউনিয়নের নয়া পাড়ার ফয়েজ আহমদের পুত্র।

আটককৃতদের যথাক্রমে নিহতের স্ত্রী রিনা আকতার (২৩), এনামের স্ত্রী সায়রা বেগম (৫৫) এবং তার কন্যা রুম্মান আকতার(১৫)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, এ বছরের ২৮ ফেব্রুয়ারি ডুবাই থেকে মনচুর আলম লেদু দেশে আসেন। পরের দিন ১মার্চ তিনি নিঁখোজ হন। এ ঘটনায় তার বোন বুলবুল আকতার লোহাগাড়া থানায় একটি অপরহন মামলা করেন। মামলাটি তদন্ত শুরু করেন এসআই শরীফুল ইসলাম পিপিএম। ক্লু বের করেন।

১৪ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে মাটি চাপা অবস্থায় পাহাড়ি এলাকায় তার লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান,পুটিবিলা ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ জাহাঙ্গীর আলম মানিক, সেকেন্ড অফিসার যুযুৎসু যশ চাকমা, এসআই শরীফুল ইসলাম পিপিএম, এসআই নুরুন্নবী, এসআই আলমগীর।

নিহতের আত্মীয় মোঃ ফোরকান জানান, লেদু ডুবাই প্রবাসী। তার শ্বশুরের পরিবারের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। তার শালিকার সাথে সম্পর্ক ছিল। আমরা এ হত্যাকান্তের বিচার কামনা করছি।

নিহতের বড় ভাই খোরশেদ জানান, আমার ছোট ভাই দেশে ফেরার পরের দিন হতে নিঁখোজ হন।তার শ্বশুর বাড়ির পরিবারের সদস্যদের সাথে বিরোধ ছিল। শালিকার সাথে পরকীয় ছিল। আমরা এ হত্যাকান্তের বিচার কামনা করছি।

পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মানিক জানান, এ ঘটনাটি মর্মান্তিক। মনসুর আলী রেমিটেন্স যোদ্ধা ও ডুবাই প্রবাসী। নিঁখোজের আগের দিন আমার সাথে দেখা হয়েছিল।তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সকলের বিচার কামনা করছি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান জানান, ডুবাই প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা মনচুর আলম লেদু নিঁখাজের ঘটনায় তার বোন বুলবুল আকতার একটি অপরহন মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে ক্লু বের করে আমরা পহরচান্দা ছোট ধলিবিলা(হাসনা ভিটা) পাহাড়ী এলাকা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করি। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা আকতার, শ্বাশুড়ি সায়রা বেগম, শালিকা রুম্মান আকতার কে আটক করা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণ করছি এটা পরকীয়া। অনেকদিন ধরে তার শালিকার সাথে সম্পর্ক ছিল। এ ঘটনায় আরও তদন্ত চলছে বলেও তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ