Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:

লোহাগাড়ায় দুর্গোৎসবকে ঘিরে ১১১টি পূজামণ্ডপে সাজ সাজ রব

 

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা। আগামী ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এই উৎসব।

উপজেলার পুজা মণ্ডপ গুলো সরেজমিনে গিয়ে দেখা যায় , মণ্ডপের সামনের রাস্তায় তৈরী হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। দুর্গাপূজা মণ্ডপের প্রাঙ্গণ সেজেছে বর্ণিল সাজে ।সামনের সড়কে সাজ সাজ রব।। রয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জাও।এরইমধ্যে মণ্ডপে মণ্ডপে অবস্থান নিয়েছেন আনসার ও পুলিশ সদস্যরা। দায়িত্ব পালনে দেখা গেছে নিজস্ব স্বেচ্ছাসেবকদেরও ।এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন পূজার আয়োজকরা।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রিটন দাশ চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে বলেন , এবারে উপজেলার ১১১ টি , তারমধ্যে ৭২টি প্রতিমা পূজা,৩৯টি ঘট পূজা। ইতোমধ্যে উপজেলা ,থানা প্রশাসনের সাথে বৈঠক হয়েছে। পূজা নির্বিঘ্ন করতে প্রশাসন থেকে আমরা সার্বিক সহযোগীতা পাচ্ছি।এছাড়াও প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুর রহমান চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে জানান,মণ্ডপগুলোতে সিসিটিভি লাগানোর জন্য পূজা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।পূজা শুরুর দিন থেকে পুলিশের পাশাপাশি আনসার ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে । যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারের পূজা শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে এটা আমি আশাবাদি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে জানান, দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক আকারে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছেন। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীও কাজ করছে। মণ্ডপগুলোতে সিসিটিভি লাগানোর জন্য বলা হয়েছে। সুন্দরভাবে এবারে পূজা উদযাপন করবে এটা আমাদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ