লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুটিবিলা গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজম খাঁন এবং সদরে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্করের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
২৫ আগস্ট সকালে পৃথকভাবে পুটিবিলা বর্তমান,প্রাক্তন শিক্ষার্থী ও সাধারণ ছাত্র সমাজের ব্যানারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খাঁনের পদত্যাগ এবং লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্র আন্দোনের ব্যানারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্করের পদত্যাগের দাবীতে এ বিক্ষোভ করে তারা।
বিক্ষোভে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দ্রুত পদত্যাগেে দাবী জানান বিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সমাজ। দ্রুত দু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদত্যাগ না করলে শিক্ষার্থীরা আগামীতে কঠোর কর্মসূচি দিবেন বলেও জানান।