রায়হান সিকদার, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সাব-রেজিস্ট্রারের অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোহাম্মদ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আমির হোসেন জয়ী হন।
বৃস্পতিবার ( ২৯ আগস্ট ) উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলে।
এছাড়াও নির্বাচনে সহ সভাপতি পদে নুরুল কবির কাদেরী , সহ সম্পাদক পদে শিহাব উদ্দিন ,সাংগঠনিক সম্পাদক পদে রফিক উদ্দিন, কোষাধ্যক্ষ পদে তফসির উদ্দিন, প্রচার সম্পাদক পদে মাঈন উদ্দিন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পদে মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ শাহজাহান,আবু তাহের ফরিদুল আলম নির্বাচিত। নির্বাচনে মোট ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনকারী আবদুল করিম বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে।