Logo
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন আত্মপ্রকাশ অনুষ্ঠান চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শুরু বৃহস্পতিবার বাংলাদেশের মানুষের প্রাণের দাবি জাতীয় নির্বাচন -মীর হেলাল লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে প্রান গেল এক নারীর! অপারেশন ডেভিল হান্ট: লোহাগাড়া উপজেলা আ. লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তার সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন স্কুল ছাত্র হত্যাঃ লোহাগাড়ায় ৬ জনকে আসামী করে মামলা, একজন আটক লোহাগাড়ায় শ্রমিকদলের জরুরি সংবাদ সম্মেলন ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

লোহাগাড়ায় দখলীয় জায়গা জোরপূর্বক দখল প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোগ দখলীয় জায়গা জোরপূর্বক দখল প্রচেষ্টা ও হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রোববার (১২ জানুয়ারি) সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের গৌড়স্থান সিকদার পাড়াস্থ গজালিয়া দিঘীর পাড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার মৃত মাওলানা আবদুল খালেকের পুত্র ভূক্তভোগী হাফেজ আলমগীর।

তিনি জানান, আমরা দীর্ঘদিন যাবত আমাদের দখলীয় জায়গায় বসতঘর নির্মাণ পূর্বক মাথাখিলা ভোগদখলে বসবাস করে আসছি। ২০০৬ সালে উক্ত জায়গা বন্দোবস্তী নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করি। ২০১৫ সালে প্রতিপক্ষ একই এলাকার মৃত আলী আহমদের পুত্র যথাক্রমে মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আলম,টিপু উক্ত জায়গা হঠাৎ জোরপূর্বক দখল প্রচেষ্টা করলে আমরা আদালতের আশ্রয় নিই। এই ব্যাপারে অদ্যবধি আদালতে মামলা চলমান রয়েছে।

এদিকে, গত ২০ অক্টোবর ২০২৪ ইং দুপুরে প্রতিপক্ষরা আমার ভোগদখলীয় জায়গায় বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমতাবস্থায় আমিসহ পরিবারের অন্যরা বসতঘর থেকে বের হয়ে গালমন্দ করার কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে আমিসহ আমার স্ত্রী আমেনা বেগমের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করার জন্য উদ্যত হয়। তখন আমরা আত্মরক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করে বসতঘরে প্রবেশ করি। প্রতিপক্ষদের হুমকি-ধমকি অব্যাহত রয়েছে। এছাড়া জোরপূর্বক আমাদের দখলীয় জায়গা থেকে উচ্ছেদ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অপরদিকে, অভিযুক্ত মোঃ আলম জানান, উক্ত জায়গাটি বন্তোবস্তি আমাদের নামে রয়েছে। আমাদের নামে খতিয়ানও সৃজন হয়েছে। আমাদের জায়গা জোরপুর্বক তারা দখল করে রেখেছে। তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়ষন্ত্র চালাচ্ছে বলেও তিনি দাবী করেন।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ