মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
৩১দফা বাস্তবায়নে রাষ্ট্র কাটামো মেরামতের জন্য তারেক রহমানের ম্যাসেজ ইউনিয়নে,ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে লোহাগাড়ায় রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সভা চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা

লোহাগাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে তিনজন আটক,ডাকাতির সরঞ্জামাদি জব্দ

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জঙ্গল পদুয়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাত ৩টার দিকে তাদেরকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে একটি অচল ভাঙ্গা এয়ারগান, ১টি রাম দা ও ১টি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজারের ঈদগাও থানার পূর্ব দরগা পাড়া এলাকার মাহাবুব আলমের পুত্র মাহামুদুল করিম প্রকাশ মুকিত (২০), সন্দ্বীপ থানার মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বাজার এলাকার মো. আলাউদ্দিনের পুত্র ইয়াছিন আরাফাত (২০) ও পটিয়া থানার খরনা ইউনিয়নের খরনা এলাকার মৃত নাছির উদ্দিনের পুত্র খায়রুল ইসলাম (২২)।

লোহাগাড়া থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, জঙ্গল পদুয়ায় দুই খালের মুখ এলাকা গভীর রাতে ৮-১০ জনের একদল লোক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জঙ্গল পদুয়াসহ আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। এই সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করতে সক্ষম হন। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ ১৩সেপ্টেম্বর গ্রেফতারকৃতদের কে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ