লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১ ফেব্রুয়ারি(শনিবার) সন্ধ্যায় লোহাগাড়া সদরে ১নং ওয়ার্ডস্থ একটি কার্যালয়ে দরিদ্র পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর শাখার আমীর অধ্যাপক জালাল আহমদ।
এসময় অনুষ্ঠানে লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক ও বটতলী শহর জামায়াতে ইসলামী বায়তুল মাল সম্পাদক মাওলানা আকতার কামাল, লোহাগাড়া সদর ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ ইলিয়াছ, প্রবাসী মোঃ সেলিম উদ্দিন, বটতলী শহর যুব বিভাগের সভাপতি আবদুল মান্নান, ঈসা সাঈদী, নাঈমুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর শাখার আমীর অধ্যাপক জালাল আহমদ বলেছেন, পরিচ্ছন্ন সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী একদল দক্ষ, যোগ্যতা সম্পন্ন ও পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করে যাচ্ছে। সামাজিক কাজ করতে আমরা দল-মত ধর্ম-বর্ণের কোন পার্থক্য করি না, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের অসহায় মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে এসকল সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।