রায়হান সিকদার, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় সমাজসেবা দিবস-২২ পালন করা হয়েছে।
২ জানুয়ারী সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্নাট্য র্যালি
শেষে উপজেলা বিআরডিবি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মোঃ আরমান বাবু রোমেল, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ নাছির উদ্দিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক।
উপজেলা সহকারী সমাজসেবা অফিসার রিদুওয়ানুল করিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে লোহাগাড়া প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন,দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার,প্রচার-প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ ও সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
অালোচনা সভা সমাজসেবা অফিস কর্তৃক ৮জন অতি দরিদ্র প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার এবং মাতৃকেন্দ্র কার্যক্রমের আওতায় ৮জন অতি দরিদ্র মহিলাদেরকে ২লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহসহ উপস্থিত সকল অতিথিবৃন্দরা।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আরমান বাবু রোমেল জানান, বর্তমান সরকার সমাজসেবা বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সমাজসেবা খাতে আমুল পরিবর্তন হয়েছে।বিভিন্ন ভাতার আওতায় আসছে উপকারভোগীরা।
সমাজসেবা খাতে সরকারের ৫৪টি সেবা প্রদান করে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সকলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে উপকারভোগীদের বিভিন্ন ধরণের ভাতা কার্যক্রম চলমান রেখেছেন। বর্তমানের সরকারের আগামী ভিশন ও মিশন অনুযায়ী দেশকে এগিয়ে যাচ্ছে।