রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৫ই মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাসপাতাল প্রাঙনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ এ উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমানের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর, সূফি ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আকম হামিদুল হক।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সুমন চৌধুরী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ জিয়া উদ্দিন আহমেদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী,মেডিকেল টেকনলোজিস্ট(ইপিআই) মোহাম্মদ আলী, ল্যাব ইনচার্জ দিদুল সিকদার, হিসাব রক্ষক সোহানুর রহমান,রাজিব, আবুল কালাম, আলি আকবর,অনিক, মুক্তা মিত্রসহ পরিবার কল্যাণ পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, স্বেচ্ছাসেবকবৃন্দ ও ওয়ার্ডে বয়,নার্স ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লোহাগাড়ায় দিনব্যাপী চলবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলমান থাকবে। উপজেলায় ৬-১১ মাস বয়সী মোট ৫ হাজার ২০২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪১হাজার ৪৬৮ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।