Logo
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যুব সমাজকে নতুন বাংলাদেশ গড়ার জন্য শপথ নিতে হবে গণমানুষের দল বিএনপি, তাই গণমানুষের প্রত্যাশা পূরণে অতীতের ন্যায় আগামীতেও কাজ করে যাবেঃ নাজমুল মোস্তফা আমিন  লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির পরিচিতি সভা লোহাগাড়ার সাবেক ইউএনও শরীফ উল্যাহ মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি শহীদের রক্ত ও নির্যাতিত ভাইদের আত্মত্যাগ এদেশের ইসলামী আন্দোলনের বিজয় নিশ্চিত করবে লোহাগাড়ায় পাহাড় কাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের অভিযান নিত্যপণ্যে বেশি দামে বিক্রি,লোহাগাড়ায় ১৩টি মামলায় ৬৮হাজার টাকা জরিমানা লোহাগাড়ায় সিরাতুল মুস্তাকীম এর কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় মৎস্যজীবি লীগ নেতা গ্রেফতার সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়তে হলে ভাল মানুষ হতে হবেঃ নাজমুল মোস্তফা আমিন

লোহাগাড়ায় চোরাইকৃত ৩টি সিএনজি উদ্ধার,আটক ১

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চোরাইকৃত তিনটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় সিএনজি চোরের সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়।

শনিবার (৫ই অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ওসি মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের জোনাবীরপাড়া সাকিনস্থ কাজীর পুকুরপাড় নুরুল কবির কোম্পানির মালিকানাধীন শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

আটককৃতের নাম তামজিদ হোসেন (২৭)।তিনি উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরবেশহাট মাওলানাপাড়ার মোস্তাক আহম্মদের পুত্র।

থানা সুত্রে জানা গেছে,লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত তামজিদ হোসেনসহ সিএনজি অটোরিকশা চোর চক্রের অন্যতম সদস্য পলাতক আসামি সাতকানিয়া উপজেলার রুপকানিয়া এলাকার অধিবাসি বর্তমানে লোহাগাড়ার আমিরাবাদ খুলু খলিফার বাড়িতে বসবাসকারী আবদুল কাদেরের পুত্র নুরুল কবির (৪৫) অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে পেনাল কোড এর ৩৭৯/৪১১/৪১৩/৪৮৯ ধারায় মামলা দায়ের করেছেন।

থানার এসআই শরীফুল ইসলাম চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে বলেন, চক্রটি জেলার বিভিন্ন এলাকা থেকে চোরাই সিএনজি অটোরিকশা এনে তাদের শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে ইন্জিন নাম্বার, চেসিচ নাম্বার মুছে ফেলে, এরপর সিএনজি অটোরিকশার বিভিন্ন পার্টস এবং রঙ পরিবর্তন করে বিক্রি করে আসছিলো, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করাসহ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।উদ্ধারকৃত সিএনজির মধ্যে দুটি সিএনজি লোহাগাড়ার এবং একটি সাতকানিয়া এলাকার।

লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করাসহ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সাথে জড়িত পলাতক আসামী নুরুল কবিরসহ চোর চক্রের সদস্যদেরকেও দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ