Logo
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের আনোয়ারায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১ পটিয়ায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শণ করলেন স্বাস্থ্য উপদেষ্টা চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি: বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা মিরসরাইয়ের ওয়াহেদপুরে প্রবাসীর ঘরে মিললো ৬৯ গোখরার বাচ্চা হাটহাজারীতে ভোররাতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিবিদ্ধ সৈনিক ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে বাসে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭ ফটিকছড়িতে হত্যা মামলার ৩৪ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত

লোহাগাড়ায় চোরাইকৃত স্বর্ণ উদ্ধার,চোরচক্রের সদস্য আটক

লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়ন সুখছড়ি হোসেন সিকদার পাড়ায় চুরির ঘটনায় চোরচক্রে সদস্য নাহিদুর ইসলাম (২৪ ) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া দুটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

রবিবার ( ৫ জানুয়ারি ) বেলা ১২ টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃ নাহিদ ওই এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র । এরআগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমিরাবাদ ও শিশু হাসপাতালের সামনে তাকে আটক করে।

জানা যায় , গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হোসেন সিকদার পাড়ার বাসিন্দা জহির উদ্দিন তার আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে যান। পরে বিকালে বাড়িতে এসে দেখতে পান বাড়ির জানালা ভাঙ্গা দরজাও খোলা দেখতে পান। রুমে থাকা আলমিরা ভাঙ্গা ও খোলা ।

এসময় আলমিরাতে রক্ষিত ৬০ হাজার মূল্যের দুটি স্বর্ণের কানের দুল , একটি স্বর্ণের হাতের আংটি ও নগদ ৭হাজার টাকা নিয়ে নিয়ে যায়। এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন বাড়ি মালিক জহির উদ্দিন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আরিফুর রহমান জানান , আটকের পর প্রথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ চুরি ঘটনা কথা স্বীকার করে । জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে চুরি হওয়া দুটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

বাকি গুলো বিক্রি করে দিয়েছে বলে স্বীকার করে। চুরির ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আসামী নাহিদকে রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ