লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তা মাথা এলাকায় পুলিশকে দেখে ৫০ কেজি গাঁজা ফেলে পালিয়েছেন দুই মাদক কারবারি।
বুধবার ( ২৯ জানুয়ারি ) ভোর সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের হাজী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় পালিয়ে যাওয়া তিন মাদক কারবারি ও চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক ( এস আই ) শরিফুল ইসলাম পিপিএম জানান, কক্সবাজারের দিকে একটি গাড়িতে করে মাদক যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চুনতি হাজী রাস্তার পুলিশ চেকপোস্ট বসায়।
ওই সময় সন্দেহজনক ওই গাড়িটি থামার জন্য নির্দেশ দিলে ওই তিন মাদক কারবারি গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান ,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পালিয়ে যাওয়া তিন মাদক কারবারিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।