লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সন্তানকে কোলে নিয়ে কক্সবাজার অভিমূখী প্রবাল ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন মা-বাবা। এতে হামদান নামের (৮মাসের) এক শিশুর মৃত্যু হয়েছে এবং মা-বাবা ট্রেন থেকে লাফ দিয়ে গুরুত্বর আহত হয়েছে।
নিহত শিশু হামদান কক্সবাজার চকরিয়া পিএমখালী এলাকার আবদুর রাজ্জাকের পুত্র।
আহতেরা হল কক্সবাজার চকরিয়া পিএমখালী এলাকার সুলতান মাহমুদের পুত্র আবদুর রাজ্জাক(২৬) এবং আবদুর রাজ্জাকের স্ত্রী লিজা আকতার(২১)।
১৫এপ্রিল (মঙ্গলবার) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের লোহাগাড়া রশিদার পাড়াস্থ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কক্সবাজার অভিমূখী প্রবাল ট্রেনে করে ৮মাসের শিশু হামদানকে নিয়ে বাবা-মা বাড়িতে যাচ্ছিল। প্রবাল ট্রেন লোহাগাড়া থানাধীন আধুনগর স্টেশনে পৌছার পূর্ব মুহূর্তে ট্রেনটির ড বগিতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন আতঙ্কে ড বগিতে থাকা যাত্রী বাচ্চাকে নিয়ে আবদুর রাজ্জাক ও লিজা আকতার ট্রেন থেকে লাফ দেয়। দ্রুত তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হসপিটালে নিয়ে আসে। ওখান থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এতে ৮মাসের শিশু হামদান প্রান হারায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য,কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিমূল দত্ত জানান, রাত সাড়ে ৮টার দিকে শিশু হামদানসহ তার বাবা-মাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পুর্বে শিশুটি প্রান হারায়। শিশুটির মা প্রচন্ডভাবে মাথায় আঘাত পেয়েছে, বাবা বাম হাঠুতে আঘাতপ্রাপ্ত হয়েছে। ট্রেন যোগে তারা চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিল।ট্রেনে হঠাৎ আগুন লাগছে শুনতে পেয়ে শিশুটিকে নিয়ে বাবা-মা ট্রেন থেকে লাফ দেন বলে মা লিজা আকতার আমাদেরকে জানিয়েছে।
আহত মা-বাবার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দুজনকে চমেকে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি জানান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে এক শিশু নিহতের খবর পেয়েছি।বাবা-মা আহত হয়েছে। তাদেরকে চমেকে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানা চট্টগ্রামের অফিসার ইনচার্জ এবং ডিউটি অফিসারকে অবহিত করা হয়েছে।