লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি হাজীরাস্তায় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকার আবু বক্করের ছেলে সাখাওয়াত ছিদ্দিক (৩৫) এবং কোতোয়ালি পাথরঘাটা ব্রিকফিল্ড এলাকার রুপক ভট্টাচার্যের ছেলে অভিজিৎ ভট্টাচার্য (৩৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর ৫ টার দিকে ঘটনাস্থলে কক্সবাজারমুখী পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন বাসের যাত্রী সাখাওয়াত ও অভিজিৎ। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মোহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটির চালক পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।