রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরিয়াদেরকুল এলাকায় গলায় ফাঁস লাগিয়ে এক প্রবাস ফেরত আত্মহত্যা করেছে।
গতকাল গভীর রাতে কোন এক সময় এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম এনামুল হক বাদশা(৫৫)। সে ওই এলাকার প্রবীণ ব্যবসায়ী মোজাফ্ফর সওদাগরের পুত্র এবং ১ মেয়ে ২ ছেলে সন্তানের জনক।
স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব শহীদুল ইসলাম নিশ্চিত করে উক্ত প্রতিবেদককে জানান, ঘটনার দিন বাড়িতে তার পরিবারের সদস্যরা কেউ ছিলনা। বাদশা বিগত ৪ বছর পুর্বে বিদেশ থেকে দেশে চলে আসেন।বাড়িতে এসে ঋণগ্রস্থ হয়। মঙ্গলবার গভীর রাতে কোন এক সময় ফ্যানের রডের সাথে গলায় ফাঁস লাগিয়ে রশি পেঁছিয়ে তিনি আত্মহত্যা করে। সকাল ১০টার দিকে তার ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেলে থানা পুলিশকে খবর দিই।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান ও এসআই মামুন মিয়া।
ওসি আতিকুর রহমান জানান,নিহত বাদশার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। লাশ উদ্ধার করে পোস্ট মডেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।ঋণের বোঝা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছে প্রাথমিক ভাবে ধারণা করছি।