মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সভা চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা শফিকুর রহমান একজন আদর্শবান শিক্ষক, তাঁর শূন্যাতা সহজে পূরণ হবেনা

লোহাগাড়ায় কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষক-কর্মচারীদের সাংবাদিক সম্মেলন

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হকের ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার পরিবেশ বিনষ্টের কারণে অবিলম্বে পদত্যাগের দাবীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট (সোমবার) সকালে উপজেলা সদরে একটি রেস্টোরেন্টে কলেজের সকল শিক্ষক-কর্মচারীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কলেজের অধ্যাপক আবু তাহের, অধ্যাপক সালাহ উদ্দিন, অধ্যাপক আলম শাহ, আকতার হাসান মতিন, সাহিদুর রহমান ভূঁইয়া, মোঃ ইলিয়াছ, মোঃ ইকবাল, সেতার উদ্দিন, আহমদ কবির, সুলতানা রাজিয়া,জেসমিন আকতার, খালেদা বেগমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, আমরা কোন ব্যক্তির প্রতি আক্রোশ। কলেজ বাচাও স্বৈরচার হাটাও।স্বৈরাচারী সরকারের পক্ষে কলেজ অধ্যক্ষ কাজ করে অন্যায় করেছেন। তিনি কলেজের টাকা আত্মসাৎ করেছে।নিয়োগ বাণিজ্যও করেছে। ছাত্রলীগকে আলাদা অফিস করে দিয়েছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে কলেজ অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। নতুবা আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করবো।

সংবাদ সম্মেলন শেষে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে গিয়ে সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম,ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।লোহাগাড়ার ইউএনও ইনামুল হাছান বিষয়টি উর্ধ্বতন মহলের সাথে কথা বলে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান। কলেজ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদেরকে আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ