লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ৭নং ওয়ার্ডের লেইঙ্গার পাড়া এবং সদর ইউনিয়নে কাজি পুকুর পাড়স্থ বাসায় চুরির ঘটনা ঘটেছে।চোরের দল বাড়িতে ঢুকে স্বর্ণ, টাকা, মোটরসাইকেল ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।
গতকাল গভীর রাতে এ চুরির ঘটনাটি ঘটে।ক্ষতিগ্রস্থ মোঃ জসিম উদ্দিনের ছোট ভাই মোঃ আলী জানান,গতকাল গভীর রাতে সিড়ি ঘরের দেয়াল ভেঙে বড় ভাই এর বাড়িতে চোরেরা প্রবেশ করে মোটর সাইকেল টিভিএস এপাসি আরটিআর গাড়ি(যাহার রেজিঃ নং চট্টমেট্রো-১৫-৩৪০৯) চুরি করে নিয়ে যায় এবং আমার ভাতিজার স্বর্ণের কানের দুল ও চেইন নগদ টাকা নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ মুছা কোম্পানী জানান, তাদের পরিবারের সদস্যরা শহরে থাকেন। তিনি গতকাল রাতে নিজ বাসা থেকে শহরে গিয়েছিলেন। সকালে তার পার্শ্বের ভাড়াটিয়া তাকে খবর দে তার বাসায় চোর ঢুকেছে।আমি সকালে এসে দেখতে পাই,বাসার লক ভাঙ্গা অবস্থায় এবং সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। তার বাসা থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস,কাপড়-চোপড়,কিছু নগদ টাকা নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ মুছা কোম্পানীর ভাগিনা জয়নাল আবেদিন মেম্বার জানান,তার মামা-মামি সন্তানদের নিয়ে শহরে থাকেন। তার মামা গতকাল রাতে শহরে চলে যান, চোরেরা দরজার লক ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, চুরির বিষয়ে কেউ আমাকে অবগত করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।