রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আরকান সড়ক ট্রাক,কভারভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর ইউনিয়নের সংগঠনের কার্যালয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আরকান সড়ক ট্রাক,কভারভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি আসাদ আলীর সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারী আবদু ছবুর কামালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আরকান সড়কের ক্যাশিয়ার, মইজ্যাকের মালিক সমিতির নেতা আবু বক্কর।
সভায় বিশেষ অতিথি ছিলেন মইজ্যার টেকের নেতা বাবুল।
সভায় লোহাগাড়া উপজেলা আরকান সড়ক ট্রাক,কভারভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির উপদেষ্ঠা মোঃ আলী কোম্পানী, মইজ্যার টেকের সভাপতি জাহাঙ্গির আলম, লোহাগাড়া উপজেলা আরকান সড়ক ট্রাক,কভারভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ কালু, সহ-সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম বাবু , সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন বাবুল, প্রচার সম্পাদক এমরান বাদশা, সহ-প্রচার সম্পাদক জামাল হোসেন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্যা নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, ৬হাজার উপরে ইট তোলা যাবেনা। অভারলোডের কারণে আমাদের গাড়িগুলোর সমস্যা হচ্ছে,গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। সম্পুর্ণ অভারলোড বন্ধের সিদ্ধান্ত হয়েছে।