রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ রশিদের ঘোনার মৌলভী পাড়া এলাকায় সরকারি খাস জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযানে মোট ১১ টি ঘর ও ১ টি খামার ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।
৩০ নভেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতে যৌথভাবে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান।
অভিযানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,আধুনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সঞ্জিব চৌধুরী, লোহাগাড়া থানার এসআই সাইদুল,এএসআই শিপক চন্দ্র দাশসহ পুলিশ বাহিনীর সদস্যরা, গ্রাম পুলিশসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, উপজেলার আধুনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ রশিদের ঘোনার মৌলভী পাড়া এলাকায় সরকারি খাস জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ অভিযানে মোট ১১ টি ঘর ও ১ টি খামার ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত টিলা শ্রেণির প্রায় ৩ একর খাস জমির মূল্যমান প্রায় ৬০ লক্ষ টাকা। সরকারি খাস জমিতে বিধি বহির্ভূতভাবে যারা ঘর ও স্থাপনা নির্মাণ করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তা সরিয়ে ফেলতে বলা হয়েছে।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।