লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুটিবিলায় কয়েকটি স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে বালু উত্তোলকারীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস বাদি হয়ে ওই এলাকার ইউসুফ গলাফুলা ইউসুফ, নুরুল আলম জিকু,হাসান ও সিরাজকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে জানান, গত ৩০ সেপ্টেম্বর ও ১৩ অক্টোবর উপজেলার পুটিবিলায় দুটি স্পটে অভিযান চালিয়ে বালু জব্দ করা হয়।তবে,ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক দুটি মামলায় ৪জনকে আসামী করা হয়। ওই স্পট থেকে তারা বিক্রির জন্য অবৈধভাবে বালু উত্তোলন করছিল। বালু মহাল,মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘন ও ১৫(১) এর ধারানুযায়ী অভিযুক্তরা অপরাধ করছিল।
লোহাগাড়া থানার ওসি মোঃ আরিফুর রহমান চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে জানান,অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় পৃথকভাবে দুটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।