নিজস্ব প্রতিবেদক:
নগরের লালদিঘী পাড় এলাকা থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ মার্চ) কোতোয়ালী থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করে হয়।
পুলিশ জানায়, কোতোয়ালী থানার এসআই(নিঃ)রনি তালুকদার ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় কেসিদে রোডের সিনেমা প্যালেসের সামনে থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ওবায়েদুল হক বলেন, তাদের বিরুদ্ধে ৭৬/১০৩ সিএমপি ধারায় মামলা করা হয়েছে।
সিএসপি/বিআরসি